Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪ মসজিদে আগুন, পুলিশ প্রধান গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২০, ১১:০০ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০২০, ১১:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইথিওপিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে চারটি মসজিদসহ একটি গির্জা ও মুসলিমদের বিভিন্ন দোকানপাটে আগুন লাগানো ঠেকাতে অবহেলার অভিযোগে অঞ্চলটির পুলিশ ও মিলিশিয়া প্রধানকে গ্রেফতার করা হয়েছে।

গত সপ্তাহে দেশটির আমহারা প্রদেশের মোট্টা ওরেডা শহরে স্থানীয় মুসলিম ও খ্রিস্টান বাসিন্দাদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। মুসলিমরা খ্রিস্টানদের একটি চার্চে আগুন ধরিয়ে দেয়, খ্রিস্টানরাও মুসলিমদের চারটি মসজিদে আগুন লাগানোসহ তাদের দোকানপাট ভাঙচুর করে।

কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন সেই সহিংসতা বন্ধে ও আগুন লাগানো থামাতে কোনো কার্যকর পদক্ষেপই নেয়নি বলে অভিযোগ ওঠে।

ইথিওপিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ফানা পুলিশের প্রধান পরিদর্শক আয়ালনেহ তেসফায়ে’র বরাত দিয়ে জানিয়েছে, কর্তব্যে সম্ভাব্য অবহেলার অভিযোগে স্থানীয় পুলিশ প্রধান ও মিলিশিয়া প্রধানকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

এর আগে এই সাম্প্রদায়িক সহিংসতা ও প্রার্থনাঘরে আগুন লাগানোর ঘটনাকে দেশটির প্রধানমন্ত্রী আবিই আহমেদ ‘অগ্রহনযোগ্য’ ও ‘চরমপন্থীদের কাজ’ বলে নিন্দা জানিয়েছিলেন।

এক টুইটবার্তায় তিনি এ কাজের সমালোচনা জানিয়ে বলেছিলেন, ‘এটি হচ্ছে এদেশের ধর্মীয়সহনশীলতা ও ভিন্ন ধর্মাবলম্বীদের একসঙ্গে শান্তিপূর্ণ ভাবে থাকার দীর্ঘ ইতিহাসকে নষ্ট করতে চরমপন্থীদের একটি প্রচেষ্টা।’

ইথিওপিয়ার অ্যাটর্নি জেনারেল বেরহানু সেগায়ে বলেছেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

Bootstrap Image Preview