Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের আরএসএস আর হিটলারের নাৎসি বাহিনীর মূলমন্ত্র একই: ইমরান খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৯ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গঠিত জার্মানের নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার (২৮ ডিসেম্বর) এক টুইট বার্তায় উর্দুতে তিনি জানান, এখনই বিশ্ব বিষয়টি নিয়ে সচেতন না হলে সামনে গণহত্যা সংগঠিত হবে।

টুইট বার্তায় ইমরান খান লেখেন, যে মানসিকতা নিয়ে নাৎসি বাহিনী গঠিত হয়েছিল একই মানসিকতা নিয়ে চলছে আরএসএস।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ভারতের একটি ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী, আধাসামরিক ও বেসরকারী স্বেচ্ছা-সেবক সংগঠন। সম্প্রতি হিন্দু উগ্রবাদী বেশকিছু কার্যক্রমের সঙ্গে এই সংঘটিক সম্পৃক্ততা তীব্র সমালোচনার জন্ম দেয় ভারতীয় মিডিয়া। সেইসঙ্গে নাগরিকত্ব আইন নিয়ে ভারতে চলা সংঘর্ষ ও সহিংসতায় আরএসএস পরবর্তীতে বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা পোষণ করে আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

 

Bootstrap Image Preview