Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাপড় কেচে ভাইরাল শিম্পাজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৫ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সম্প্রতি চীনের একটি চিড়িয়াখানায় কাপড় কেচে রাতারাতি বিখ্যাত হয়ে গেছে এক শিম্পাজি। তার এই কর্মকাণ্ডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।ভিডিওটিতে দেখা গেছে, ঠিক মানুষের মতোই সাবান ও ব্রাশ দিয়ে কাপড় কাচছে এক শিম্পাজি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব চীনের লেহে লেদু থিম পার্কে। ১২ বছর বয়সি ওই পুরুষ শিম্পাজির নাম ইউহুই।

ইউহুই-এর দেখভালকারী পার্কের কর্মী মিস ঝু স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, শিম্পাঞ্জিটি তাকে এর আগে কাপড় কাচতে দেখেছিল। বিষয়টি লক্ষ্য করে তিনি খাঁচায় একটা সাদা টি-শার্ট, সাবান আর ব্রাশ রেখে দেন। ঝু দেখতে চেয়েছিলেন, ইউহুই কী করে? এরপর তিনি যা দেখতে পেলেন তাতে চক্ষু কপালে উঠে গেছে। তিনি বিশ্বাসই করতে পারছেন না একটা শিম্পাঞ্জি কীভাবে এতটা নিখুঁতভাবে কাপড় কাচতে পারে।

ঝু’র মতে, ইউহুইকে কখনো জামাকাপড় ধোয়া শেখানো হয়নি। এ বিষয়ে তার কোনো প্রশিক্ষণও নেই। কিন্তু নিজে নিজেই সে এটা শিখে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

 

Bootstrap Image Preview