Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় (৫.৭ ডিগ্রি সেলসিয়াস)!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ১২:১৯ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ১২:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, পঞ্চগড়ে ক্রমান্বয়ে কমতে শুরু করছে তাপমাত্রা। বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে তেঁতুলিয়ায় শীতের প্রভাবে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। ঠিক সময়ে কাজে যেতে না পেরে, বিপাকে পরেছেন শ্রমজীবীরা। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশি, জ্বর, নিমোনিয়াসহ ডায়রিয়ায়।

Bootstrap Image Preview