Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের পররাষ্ট্র সচিব হলেন শ্রিংলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ০২:৫৫ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০২:৫৫ PM

bdmorning Image Preview


ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে যাওয়া হর্ষ বর্ধন শ্রিংলা।

নরেন্দ্র মোদির সরকার সোমবার তাকে এ পদে নিয়োগ দেয়। চলতি বছরের শুরুতে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব শেষে যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বে যান শ্রিংলা, এখন সেখানেই রয়েছেন তিনি।

ভারত সরকারের এক আদেশে বলা হয়েছে, আগামী ২৮ জানুয়ারি অবসরে যাচ্ছেন বর্তমান পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। এরপরই দায়িত্ব গ্রহণ করবেন ৩৩তম পররাষ্ট্র সচিব শ্রিংলা।

১৯৮৪ ব্যাচের ভারতের ফরেন সার্ভিসের কর্মকর্তা শ্রিংলা বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, ফ্রান্স, ভিয়েতনাম, ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকায় কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন।

Bootstrap Image Preview