Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১০০০ ফুট উঁচু থেকে ফেলে আইফোন ১১-এর ড্রপ টেস্ট (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ১০:১২ AM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ১০:১২ AM

bdmorning Image Preview


আইফোন ১১ ব্যবহার করেন এমন কাউকে পাওয়া যাবে না যিনি ইচ্ছা করে হেলিকপ্টার থেকে তা ফেলে দেয়ার সাহস দেখাবেন। কিন্তু তিন সাহসী ইউটিব তারকা তা করে দেখিয়েছেন। অ্যাপলের ২০১৯ সালে বের করা এই স্মার্টফোনটি কতটুকু মজবুত তা দেখার জন্য এটা করা হয়েছে।

ওই তিন ইউটিভার 'হাউ রিডিকিউলাস' নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। চ্যানেলের প্রচারে তারা হরহামেশাই নানা অদ্ভুতুড়ে কর্মকাণ্ড করে থাকেন। তাদের নতুন এই পরীক্ষা বেশ আলোচনার খোরাক জুগিয়েছে। শুধু আইফোন ১১ নয়, একইসঙ্গে তারা স্যামসাং গ্যালাক্সি এক্স ১০ ও নোকিয়া ৩৩১০ ভূমি থেকে ১০০০ ফুট উপরে হেলিকপ্টার থেকে ফেলে ওই পরীক্ষা চালিয়েছেন।  

আইফোন ১১ ভূমিতে ফেলার পর শুধু পেছনে গ্লাস প্যানেলটি ভেঙ্গে গেছে। তবে সেটি সচল আছে। গ্যালাক্সি এস১০ এর ক্যামেরা ভেঙে অকেজো হয়ে গেছে। পরবর্তীতে নোকিয়া ৩৩১০ মাটিতে ফেলার পরও পুরো অক্ষত অবস্থায় ছিল।

Bootstrap Image Preview