Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

করাচিতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ১২:১১ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ১২:১১ PM

bdmorning Image Preview


করাচিতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ড্র হওয়ায়, এই টেস্ট হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারনী।  বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হয়েছে ম্যাচটি।

দীর্ঘ ১০ বছর পর টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। তবে স্মরণীয় এই উপলক্ষে পানি ঢেলে দেয় বৃষ্টি। পুরো ম্যাচে খেলা হয় মাত্র ১৬৭ ওভার। অবশ্য এর মধ্যেই বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের আবিদ আলী। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ও টেস্ট অভিষেকেই গড়েন সেঞ্চুরির রেকর্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপে মাত্র ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ষ্ঠ স্থানে আছে পাকিস্তান। তাই এই ম্যাচে যে কোনো ভাবে জয় তুলে নিতে চাইবে মিসবাহ শিষ্যরা। 

অন্যদিকে রাওয়ালপিন্ডিতে পুরো ম্যাচ না হলেও, বোলারদের নিয়ে সন্তুষ্ট ছিলেন না শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার। তাই লঙ্কানদের একাদশে দেখা যেতে পারে পরিবর্তন। যদিও ব্যাটসম্যানরা রান পেয়েছেন রাওয়ালপিন্ডিতে। সেঞ্চুরি তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভা। 

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান:৩৪/২(১১)। র্ফ্রানান্ডো:৬-১৩-২                                                                                                               

 

Bootstrap Image Preview