Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুয়ালালামপুর সামিটে ইমরানের 'না', যা বললেন মাহাথির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ১০:৩৯ AM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ১০:৩৯ AM

bdmorning Image Preview


কুয়ালালামপুর সামিটে যোগ দিচ্ছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি আরবের চাপে পড়েই ইমরান ওই সামিট বয়কট করেন বলে খবর বেরিয়েছিল। তবে ওই গুঞ্জন অসত্য বলে দাবি করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী ওই সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল পাকিস্থান, মালয়েশিয়া, তুরস্ক, কাতারের রাষ্ট্রীয় নেতাদের। উপস্থিত থাকতে না পেরে মাহাথিরের কাছে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন ইমরান।

এ বিষয়ে মাহাথির বলেছেন, এটা তার সিদ্ধান্ত। আমরা জোর করতে পারি না। ইসলামে বলা হয়েছে, ধর্মে কোনো বাধ্যবোধকতার জায়গা নেই। হয়তো অন্য কোনো কারণে আসতে পারছে না। কিন্তু যে খবর বেরিয়েছে (সৌদির চাপ) সেটি সত্য নয়।

মুসলিমদের ঘিরে যেসব সমস্যা আছে তা নিয়ে আলোচনা ও সমাধানের উপায় খোঁজার জন্য কুয়ালালামপুর সামিটের আহ্বান করা হয়েছে। 

মাহাথির বলেন, তারা যদি না আসে তো জোর করতে পারি না। তারা তাদের প্রতিনিধি পাঠিয়েছে। তার মানে হল যা আলোচনা হতে তাতে তাদের আগ্রহ আছে। যেসব বিষয়ে আলোচনা হবে তারা তা জানতে পারবেন। এখানে ধর্মের কোনো বিষয় নয়, বরং আমরা মুসলিম দেশগুলোর রাষ্ট্রীয় বিষয়ে নিয়ে আলোচনা করবো।

Bootstrap Image Preview