Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রেসে ফিরতে চায় থান্ডাররা, জয়ের ধারা অব্যাহত রাখতে চায় চট্টগ্রাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:৩০ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:৩০ PM

bdmorning Image Preview


বিপিএলে দিনের অন্য ম্যাচে সিলেট থান্ডারের মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরে এখন পর্যন্ত জয়ের মুখ না দেখা থান্ডারদের লক্ষ্য রেসে ফেরা। সেজন্যে দলের সবার ঐক্যবদ্ধ পারফরম্যান্স চাইলেন অধিনায়ক মোসাদ্দেক সৈকত। অন্যদিকে চট্টগ্রামের লক্ষ্য স্বাগতিক সমর্থন কাজে লাগিয়ে জয়ের ধারা অব্যাহত রাখা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

বিজয় সে তো সার্বজনীন। জনতা থেকে ক্রিকেটার; সবার। মাহমুদুল্লাহ-সোহানরা যেমন, উইলিয়ামস-সিমন্সরাও বাংলাদেশের পতাকা বেঁধে নেমে পড়েছেন মাঠে। বিজয়ের ধারক-বাহক হোক সবাই।

বিজয়ের দিনে মাঠে নামার কারণ মাঠের লড়াই। চট্টগ্রামের সামনে স্বাগতিক দর্শকদের প্রত্যাশা মেটানোর চ্যালেঞ্জ। প্রতিপক্ষ সিলেট থান্ডার। ঢাকা পর্বে বিপিএলের উদ্বোধনী ম্যাচেই তাদেরকে হারিয়েছে চট্টগ্রাম। দলও আছে ছন্দে, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ফেরায় বেড়েছে আত্মবিশ্বাসও।

এখানকার আবহাওয়া চমৎকার। মাঠটাও খেলার জন্য যথেষ্ট ভালো মনে হলো। ছেলেরা ভালো খেলছে। কিছু কিছু ভুল আমাদের হচ্ছে। বোলাররা যতো তাড়াতাড়ি উইকেট ফেলতে পারে ততোই ভালো। এখানে চারটি ম্যাচ খেলতে হবে আমাদের, কোন ভুল করা চলবে না।

যে তাণ্ডবের গুঞ্জন ছড়িয়ে আগমন, মাঠে তার ঠিক বিপরীত চিত্র সিলেট থান্ডারের। আসরে এখন পর্যন্ত জয়ের দেখা নেই। তালটা কোথায় যেন হারিয়ে গেছে। মিলছে না সমীকরণ। ব্যাট হাতে দু'একজন স্বাক্ষর রাখেন তো অন্যরা তাদের দায়িত্ব ভুলে যান। দলীয় অধিনায়কের তাই মন্ত্র, ঐক্যবদ্ধ প্রচেষ্টা এনে দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য।

তিন ম্যাচে দুই জয়ে টেবিলের তিনে আছে চট্টগ্রাম, সমান ম্যাচে কোন জয় না পাওয়া সিলেট আছে তলানির দিকে।

Bootstrap Image Preview