Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বব্যাপী সমস্যার মূল কারণ ক্ষমতা আঁকড়ে রাখা বয়স্ক শাসকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৬ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৬ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যার মূলে রয়েছেন ক্ষমতা আঁকড়ে রাখা বয়স্ক শাসকরা। আপনি যদি পুরো বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন, বয়স্ক মানুষরাই বেশির ভাগ সমস্যার মূলে। বয়স্ক ব্যক্তিরা ক্ষমতা না ছাড়লে এমন সমস্যা হবেই।

তিনি বলেন, রাজনৈতিক নেতাদের সঠিক সময়ে সরে দাঁড়ানোই ভালো। রাজনৈতিক নেতাদের এটা মনে রাখা উচিত, তারা একটি নির্দিষ্ট কাজ করতে এসেছেন, আজীবন ক্ষমতায় থাকার জন্য আসেননি।’

সিঙ্গাপুরে ওবামা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের দুই মেয়াদে দায়িত্ব পালনকারী এ সফল প্রেসিডেন্ট।

নারীদের প্রশংসা করে ওবামা বলেন, বিশ্বের প্রত্যেক দেশের নেতৃত্বের আসনে নারীরা থাকলে দেশগুলোতে জীবনমানের উন্নয়নসহ বিভিন্নক্ষেত্রে অনেক বড় পরিবর্তন হবে। নারীরা ‘পারফেক্ট’ নয় তাস্বত্ত্বেও নিঃসেন্দেহে তারা পুরুষের চেয়ে ভালো।

ওবামা বলেন, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন গভীরভাবে চিন্তা করেছিলেন যে, নারীরা যদি নেতৃত্ব দেয় তাহলে কেমন হবে পৃথিবীটা। তিনি বলেন, ‘আমি নারীদের জানাতে চাই আপনি হয়তো পারফেক্ট নন, কিন্তু আমি বলবো আপনারা নিঃসন্দেহে আমাদের চেয়ে ভালো।’

তিনি বলেন, ‘আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যদি দু’বছর ধরে পৃথিবীর প্রতিটি দেশ মহিলাদের দ্বারা পরিচালিত হয় তবে উল্লেখযোগ্য উন্নতি হবে। জীবনযাত্রার মান এবং ফলাফলের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হবে।’

দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। প্রেসিডেন্টের মেয়াদ শেষে তিনি যখন হোয়াইট হাউস ছেড়ে যান তখন তিনি গোটা বিশ্বের তরুণ নেতাদের জন্য একটা ফাউন্ডেশন তৈরির ঘোষণা দেন। গত সপ্তাহে স্ত্রী মিশেলকে নিয়ে ওবামা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে যোগ দিতে কুয়ালামপুরের আসেন তিনি।

Bootstrap Image Preview