Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়ায় পালিত হল বিজয় দিবস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৯:০৫ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৯:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কোরআন তিলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, নীরবতা পালন, দোয়া ও আলোচনার মধ্যদিয়ে মালয়েশিয়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এই অনুষ্ঠানে কর্মকর্তাদের নিয়ে পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মুহ. শহীদুল ইসলাম।

এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন এবং এক মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে শহীদের জন্য দোয়া করা হয়। এই পর্ব পরিচালনা করেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো. সোহরাব হোসেন।

দূতাবাসের শ্রম কাউন্সিলর (প্রথম) হেদায়েতুল ইসলাম মণ্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডেপুটি হাই কমিশনার ওয়াহিদা আহমেদ, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম।

সংক্ষিপ্ত আলোচনায় হাইকমিশনার মুহ. শহীদুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ এক সূত্রে গাঁথা। তার জন্ম না হলে আমরা হয়ত স্বাধীনতা পেতাম না।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি আলহাজ মকবুল হোসেন মুকুল, সহ-সভাপতি দাতো আকতার হোসেন, কাইয়ুম সরকার, সাধারণ সম্পাদক আলহাজ কামরুজ্জামান কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বাবলা মজুমদার বাবু, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, শফিক চৌধুরী, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ব্রাউন সোহেল, যুবলীগের রেজাউল করিম লায়ন, আল আমিন ডলার, স্বেচ্ছাসেবক লীগ নেতা জালাল উদ্দিন সেলিম, শ্রমিক লীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক শাহ আলম হাওলাদার, বিএসইউএমের সভাপতি ফয়জুল ইসলামসহ মালয়েশিয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দ ও হাই কমিশনের কর্মকর্তারা।

 

Bootstrap Image Preview