Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোনো অর্জন ছাড়াই শেষ হল জলবায়ু সম্মেলন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৪ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৪ AM

bdmorning Image Preview


কোনো ধরনের অর্জন ছাড়াই স্পেনের মাদ্রিদে গতকাল শেষ হলো জাতিসংঘের জলবায়ু সম্মেলন। স্রেফ আগামী বছর গ্লাসগোতে পরবর্তী সম্মেলনে কার্বন নিঃসরণের মাত্রা নির্ধারণের পরিকল্পনা উপস্থাপনের সিদ্ধান্ত দিয়ে শেষ হলো ম্যারাথন এই সম্মেলন।

এবারের সম্মেলনে মুখ্য আলোচনার বিষয় ছিল ২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তিতে উল্লেখিত কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনার পদক্ষেপ গ্রহণ। তবে সম্মেলনে শেষ পর্যন্ত বিষয়টি আগামী বছরের জন্য তুলে রাখা হয়েছে। অর্থাত্ গ্লাসগো সম্মেলনেই প্রত্যেকটি দেশ এ ব্যাপারে তাদের অঙ্গীকার প্রদান করবে। কার্বন বাণিজ্য নিয়ে যে মতবিরোধ ছিল তার সমাধানও আগামী সম্মেলনের জন্য তুলে রাখা হয়েছে।

এবারের সম্মেলনে অনেক উন্নয়নশীল দেশই প্যারিস চুক্তি বাস্তবায়নে অধিক কার্বন নিঃসরণকারী দেশগুলোর কাছ থেকে সুস্পষ্ট অঙ্গীকার ও সাহসী পদক্ষেপ প্রত্যাশা করেছিলেন। ব্রাজিল, চীন, অস্ট্রেলিয়া সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নেওয়াকে প্রতিহত করেছে বলে জানিয়েছেন প্রতিনিধিরা।

প্রতিবাদ: এদিকে, বিশ্বনেতারা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় সম্মেলনস্থলের বাইরে ঘোড়ার বর্জ্য স্তূপ করে রেখে ও প্রতীকি ফাঁসির আয়োজন করে প্রতিবাদ দেখিয়েছে পরিবেশবাদী সংগঠনের কর্মীরা। কপসম্মেলনস্থলের বাইরে এক্সটিঙ্কশন রেবেলিয়নের নামের পরিবেশবাদী গোষ্ঠীর নেতৃত্বে এ প্রতিবাদী কর্মসূচি হয়।

Bootstrap Image Preview