Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দুর্নীতির দায়ে সুদানের সাবেক প্রেসিডেন্টের সাজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৫ AM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৫ AM

bdmorning Image Preview


সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরকে দুর্নীতির দায়ে দুই বছরের জন্য সংশোধনাগারে আটক রাখার আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

শনিবার রাজধানী খার্তুমের একটি আদালত এই আদেশ দেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের আইন অনুযায়ী ৭০ বছরের বেশি বয়স্ক লোক জেল খাটতে পারবে না। ওমর আল বশিরের বয়স এখন ৭৫। এজন্য তাকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

২০১৯ সালের ১১ এপ্রিল সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির। জ্বালানি ও রুটির দাম বৃদ্ধির এক সরকারি ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভের সুযোগ নিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।

ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বাসা থেকে ৭০ লাখ মিলিয়ন ইউরো, তিন লাখ ৫১ হাজার ডলার এবং ৫০ লাখ সুদানিজ পাউন্ড জব্দ করে কর্তৃপক্ষ। পরে আইনজীবীরা আল-বশিরকে দুর্নীতি, বিদেশি মুদ্রা দখল ও অবৈধভাবে উপহার গ্রহণের দায়ে অভিযুক্ত করেন। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বন্দী রয়েছেন।

শনিবার রায় ঘোষণা করে বিচারক আল সাদিক আবদেল রহমান বলেন, বয়স বিবেচনায় ৭৫ বছর বয়সী বশিরকে কারাগারে না পাঠিয়ে সংশোধনাগারে পাঠানো হয়েছে।

রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করে কর্তৃপক্ষ। সে সময় তাকে লোহার একটি খাচার ভিতরে রাখা হয়েছিল।

বশিরের বিরুদ্ধে দুর্নীতি ছাড়াও নানা রকমের দুঃশাসন এবং দেশের সম্পদ অপব্যবহারের অভিযোগও রয়েছে। সব মিলিয়ে বশিরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।

তবে তার আইনজীবী মোহাম্মদ আল-হাসান এসব অভিযোগকে রাজনৈতিক বলে দাবি করেছেন। তিনি বলেন, এসব অভিযোগের আইনগত কোনো ভিত্তি নেই।

Bootstrap Image Preview