Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাইজারে সেনাক্যাম্পে সন্ত্রাসী হামলায় নিহত ৭১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৯ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৯ PM

bdmorning Image Preview


আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলীয় ইনাতেস অঞ্চলের এক সামিরিক ঘাঁটিতে হামলায় কমপক্ষে ৭১ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ হামলায় এখনও নিখোঁজ রয়েছে আরো বহু মানুষ। খবর বিবিসি। এদিকে এখন পর্যন্ত এই নারকীয় হত্যার দায় স্বীকার করেনি কোন জঙ্গি গোষ্ঠী।

তবে হাজার হাজার আঞ্চলিক ও বিদেশী সেনাবাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও আল-কায়েদা এবং ইসলামিক স্টেট গ্রুপ(আইএস) এর সাথে যুক্ত জঙ্গিরা এ বছর সাহেল অঞ্চলে হামলা চালিয়েছে। বিশ্লেষকরা বলেছেন নাইজারে বিদ্রোহ আশঙ্কাজনক হারে বাড়ছে।

পার্শ্ববর্তী দেশ মালির সীমান্তে অবস্থিত নাইজারের ওই এলাকায় প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে সন্ত্রাসীরা। একইভাবে এ ধরনের হামলা চালানো হয় মালিতেও।এদিকে এক টুইটার বার্তায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহামাদু ইসৌফৌ।

নাইজার, মালি, মৌরিতানিয়া, চাদ, বুরকিনা ফাসো- এ পাঁচটি দেশ মিলে সন্ত্রাসবাদ ও জঙ্গিহামলা প্রতিরোধে জি-৫ গঠন করলেও দেশগুলোতে সন্ত্রাসী হামলা ও সহিংসতা বেড়েই চলেছে।

Bootstrap Image Preview