Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০২:১২ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০২:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কিশোরগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার(৭ ডিসেম্বর) রাত দেড়টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার দক্ষিণ আমকান্দি গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে মুরতুজ আলী (৪৬) ও চুনারুঘাট উপজেলার নতুন বাজার (বাগবাড়ি) এলাকার আব্দুল আউয়ালের ছেলে মোশারফ হোসেন (২৬)।

র‌্যাব সূত্র জানায়, হবিগঞ্জ থেকে ভৈরব ও কিশোরগঞ্জ হয়ে নেত্রকোণা এবং ময়মনসিংহ এলাকায় কিছু মাদক ব্যবসায়ী বিভিন্ন সময় মাদক দ্রব্য পাচার করে আসছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় র‌্যাবের গোয়েন্দা নজরদারির পাশাপাশি র‌্যাব টহল জোরদার করে। শনিবার রাত দেড়টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় র‌্যাব চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি মিনি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে ট্রাকটি তল্লাশী করে ৩০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ দুই লক্ষ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Bootstrap Image Preview