Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দাম কমছে স্যামসং গ্যালাক্সি ফোনের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০৩:২৭ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ০৩:২৭ PM

bdmorning Image Preview


দাম কমছে স্যামসং গ্যালাক্সি এ৫০ এবং এ৩০ ফোনের। মোবাইল প্রেমীদের পছন্দের তালিকায় সবসময়ই রয়েছে স্যামসং। নতুন নতুন ফোন আর ব্যাটারি পরিষেবা এবং উন্নত সফটওয়্যারের মাধ্যমে অনেক আগেই নিজেদের জায়গা করে নিয়েছে ক্রেতা মহলে। দাম কমাতে ক্রেতারা আরও যে খুশি হয়ে ঝাঁপিয়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। স্যামসং গালাক্সির এ৩০ ফোনের দাম যেখানে ১০০০ টাকা কমেছে সেখানে এ৫০ ফোনের দাম কমেছে ৩০০০ টাকা।

৪ জিবি র‍্যাম+১২৮ জিবি স্টোরেজ যুক্ত স্যামসং গ্যালাক্সি এ৫০ ফোনের দাম ২৩,৭৭২ টাকা। স্যামসং গ্যালাক্সির এ৫০ ৬ জিবি+১২৮ জিবি মেমরি সম্পন্ন ফোনের ক্ষেত্রে দাম হবে ২৬,১৪৯। নতুন দামে এই ফোন স্যামসং অনলাইন স্টোর, আমাজন সহ সকল অনলাইন স্টোরে পাওয়া যাবে। এতে রয়েছে ডুয়েল সিমের সুবিধা। রয়েছে অ্যান্ড্রয়েড ৯ পাই। এতে রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। রয়েছে মেমরি কার্ড ব্যবহার করার সুবিধাও। ক্যামেরার দিক থেকেও এই ফোন বাকিদের থেকে বেশ উন্নত। এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি শুটার। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট শুটার।

অন্যদিকে স্যামসং গ্যালাক্সি এ৩০-র দাম কমেছে। নতুন দাম হয়েছে ১৭১১৫ টাকা। ডুয়েল সিম যুক্ত এই ফোনের দাম কমাতে ক্রেতারা যে আরও বেশি আগ্রহী হবেন তা বলার অপেক্ষা থাকে না। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ৯ পাই। এতে রয়েছে ৬.৪ ইঞ্চি এইচডি স্ক্রিন। রয়েছে সুপার আমোলেড ডিসপ্লে। রয়েছে মেমরি কার্ডের সাহায্যে মেমরি বাড়ানোর সুবিধাও। এই দুই ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধাও।

Bootstrap Image Preview