Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কল ওয়েটিং ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ১১:৩৭ AM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৯, ১১:৩৭ AM

bdmorning Image Preview


বহারকারীদের সংখ্যা বাড়াতে বেশ কিছুদিন ধরেই নিয়মিতভাবে নতুন ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ। এরই ধারাবাহিকতায় এবার আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য কল ওয়েটিং ফিচার চালু করেছে মেসেজিং অ্যাপটি। 

নতুন এ সুবিধা চালুর ফলে কোনো বন্ধুর সঙ্গে অডিও-ভিডিও কল করার সময় অন্য কেউ কল করলে তা জানা যাবে। ফলে কল শেষ করে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগের সুযোগ মিলবে। চাইলে মোবাইল ফোনের আদলে চালু থাকা কল কেটে নতুন কলও রিসিভ করা যাবে। 

এর আগে স্বয়ংক্রিয় ‘ভয়েস মেসেজ’ সুবিধা চালু করে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের কাছে আসা একাধিক ‘ভয়েস মেসেজ’ আলাদাভাবে ক্লিক করার বদলে স্বয়ংক্রিয়ভাবে একটির পর একটি শোনার সুযোগ দিয়ে থাকে ফিচারটি।

Bootstrap Image Preview