Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিলিতে সরকার বিরোধী বিক্ষোভে নিহত ২৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯, ১২:৪৩ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৯, ১২:৪৩ PM

bdmorning Image Preview


দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে গত ৫ সপ্তাহ ধরে চলমান সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে ২৩ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো ২ হাজারের বেশি মানুষ।

দেশের নানা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে গত ১৮ অক্টোবর থেকে বিক্ষোভ শুরু করেছে চিলির বিক্ষুব্ধ জনতা। দিনে দিনে সেই বিক্ষোভের ব্যাপকতা বেড়েই চলেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত সে তো নিয়মিত ঘটনা। পাশাপাশি সুপারমার্কেট ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগসহ নানা সহিংসতার ঘটনাও ঘটছে দেশটিতে। রাজধানী থেকে এই বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে অন্যান্য জেলা শহরগুলোতেও।

শুক্রবার রাজধানী সান্তিয়াগোর কেন্দ্রস্থল প্লাজা ইতালিয়ায় সমবেত হয়েছিল হাজার হাজার বিক্ষোভকারী। তাদের হঠাতে সমাবেশে টিয়ার গ্যাসও জল কামান ছুড়তে শুরু করে পুলিশ। ফলে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।

শুক্রবার বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল অন্যান্য শহরেও। রাজধানী সান্তিয়াগো থেকে ১৩শ মাইল দূরের আরিকা শহরে বিক্ষোভ চলাকালে গাড়িচাপায় মারা গেছে ১৩ বছর বয়সী এক কিশোর। এ নিয়ে গত পাঁচ সপ্তাহের বিক্ষোভে চিলিতে নিহত হলো ২৩ জন। আহত হয়েছে আরো ২ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে পুলিশের শটগানের গুলিতে চোখে মারাত্মক আঘাত পেয়েছেন ২৮০ জন।

বিক্ষোভ থেকে আটক করা হয়েছে আরো হাজার হাজার মানুষ। কেবল বৃহস্পতিবারই কমপক্ষে ৭শ বিক্ষোভকারীকে আটক করেছে বলে পুলিশের এক কর্মকর্তা স্বীকার করেছেন।

Bootstrap Image Preview