Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যেকোন ব্যাংকের চেক দিয়ে টাকা স্থানান্তর এখন একদিনেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯, ১০:৩৭ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৯, ১০:৩৭ PM

bdmorning Image Preview


ব্যাংকিং লেনদেনকে আগের থেকে আরও সহজ করে তুললো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে যেকোন ব্যাংকের চেক অন্য কোন ব্যাংকে জমা দেওয়ার দিনই গ্রাহকরা টাকা পাবেন। বৃহস্পতিবার বাংলাপদেশ অটোমোটেড ক্লিয়ারিং হাউজের আধুনিক সংস্করণের কার্যক্রম শুরু হয়।

এদিন নতুন এই ব্যবস্থাপনায় লেনদেন শুরু হয়েছে। হয়েছে। এতে আট হাজার ৮০ কোটি টাকা স্থানান্তর হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চেক ও ইলেকট্রনিক পদ্ধতিতে দেশের আন্তঃব্যাংক লেনদেন গতিশীল, ঝুঁকিমুক্ত ও এর পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের আধুনিক সংস্করণের কার্যক্রম সফলতার সাথে শুরু হয়েছে।

নতুন এ সংস্করণে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার দিনে দুবার নিষ্পত্তি করা হবে। ফলে এর মাধ্যমে পরিশোধিত বেতন ভাতাদি, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রদত্ত ভাতাদি, ডিভিডেন্ট ওয়ারেন্ট, বিল ও অন্যান্য পরিশোধ একই দিনে প্রাপকের হিসাবে জমা হবে।

Bootstrap Image Preview