Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ১১১ ফুটের এক গ্রহাণু!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯, ০২:৩৯ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview


পৃথিবীর দিকে ধেয়ে আসছে ১১১ ফুট ব্যাসের একটি গ্রহাণু। ঘণ্টায় ২২ হাজার মাইল গতিবেগে এগিয়ে আসছে ‘২০১৯ টিএ৭’ নামের এটি। রাশিয়ান গণমাধ্যম আরটিতে প্রকাশিত এক খবরে জানা যায় এই তথ্য।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) দেওয়া তথ্য অনুযায়ী বিগত ১১৫ বছরে পৃথিবীর সবচেয়ে কাছে আসা গ্রহাণু এটি। এর আগে এত কাছে আর কোনো গ্রহাণু আসেনি। ১৪ অক্টোবর (সোমবার) এটি পৃথিবীর নিকটতম দূরত্ব অতিক্রম করে পাশ কাটিয়ে চলে যাবে। তবে, বিশালাকৃতির এই গ্রহাণুকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে জানান বিজ্ঞানীরা। কারণ, এটি ভূপৃষ্ঠে আছড়ে পড়ার সম্ভাবনা নেই। 

ইতোমধ্যেই গ্রহাণু ‘২০১৯ টিএ৭’ জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে সাড়া ফেলেছে। নাসা জানিয়েছে, এই গ্রহাণুটি সম্প্রতি আবিষ্কৃত সদস্যদের অন্তর্ভুক্ত। সাধারণত এগুলো শিলানির্মিত হয়ে থাকে এবং এদের আকার হয় খুবই ছোট। এই গ্রহাণুপুঞ্জ নিজ কক্ষপথে প্রতি ২৪০ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীকে প্রদক্ষিণ করে এক বছর বা ৩৬৫ দিনে। 

‘২০১৯ টিএ৭’ গ্রহাণুটি পৃথিবীর ৯ লাখ ৩০ হাজার মাইল দূর দিয়ে ছুটে যাবে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। সেসময় এটি বুধ গ্রহের থেকেও ৫০ গুণ কাছে দিয়ে উড়ে যাবে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন বেশিরভাগ সময়ই এসব গ্রহাণু মহাকাশেই পুড়ে যায়। তবে নিজ কক্ষপথ থেকে ছিটকে ভূপৃষ্ঠে পতিত হলেও কিছু করার থাকবে না। কেননা পৃথিবীর এমন প্রতিরোধ ব্যবস্থা নেই। অনেকেরই ধারণা, এমনই কোনো এক গ্রহাণু আছড়ে পড়ায় পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল।

Bootstrap Image Preview