Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা, আহত ৪০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৫ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৫ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

তিনি অভিযোগ করেন, হামলার সময় ছাত্রদল নেতাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে ছাত্রলীগ। এ সময় একজন সাংবাদিক মারাত্মকভাবে আহত হন এবং তার মোবাইলও সনজিতের অনুসারীরা ছিনিয়ে নিয়ে গেছে।

এদিকে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন দলের সাবেক সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন। তিনি বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের হাকিম চত্বরে মাই টিভিতে সাক্ষাৎকার দিতে আসেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ সময় ৭-৮ জন নেতাকর্মী নিয়ে সনজিত ছাত্রদল নেতাকর্মীদের এলাকা ছেড়ে চলে যেতে বলেন। এর কিছুক্ষণ পর ছাত্রদল টিএসসিতে চলে আসলে সনজিতের অনুসারী কমপক্ষে ৫০ জন নেতাকর্মী রড, লাঠিসোটা নিয়ে ছাত্রদলকে মারধর করে।

এদিকে পেশাগত দায়িত্ব পালন করার সময় ছাত্রলীগের হামলায় কমপক্ষে তিনজন সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে স্টুডেন্ট জার্নালের বিশ্ববিদ্যালয় রিপোর্টার আনিসুর রহমানের কান ফেটে যায়। ছাত্রলীগ নেতাকর্মীরা সাংবাদিকদের মোবাইল ছিনিয়ে নিয়ে যান।

ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, 'ছাত্রলীগের ঢাবি সভাপতি সনজিতের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়েছে। আমাদের মোবাইল ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। আমরা এর বিচার দাবি করছি।'

Bootstrap Image Preview