Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শোভন-রাব্বানীকে সরানো নিয়ে আসিফ নজরুলের বিস্ফোরক মন্তব্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৯ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৯ PM

bdmorning Image Preview


ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি তার ফেসবুকে লিখেছেন- চাঁদাবাজি আর অবাধ্যতার কারণে ছাত্রলীগের সভাপতি আর সাধারণ সম্পাদককে সরানো হয়েছে এটা অনেকে বিশ্বাস করবে না। কারণ এমন অভিযোগ আগের অনেক নেতার বিরুদ্ধে ছিল, এখনও আছে। তাদের সরানো হয়েছে হয়তো অন্য কোন গুরুতর কারণে।

তবে যদি চাঁদাবাজি বা অন্য কোন প্রকাশিত অপকর্মর জন্যও তাদের সরানো হয়, তাতে উল্লসিত হওয়ার কিছু নেই। কারণ তারা সমস্যা ছিলেন না, ছিলেন সমস্যার লক্ষণ।

নতুন নেতৃত্ব আসার পর ছাত্রলীগের আচরণেও তাই কোন পরিবর্তন আসবে বলে মনে হয় না। সবই চলবে, তবে একটু রেখে ডেকে হয়তো। কারণ ছাত্রলীগকে দিয়ে অপকর্ম করানো বা এসবের সুবিধাভোগীরা তো রয়েই গেছেন বহাল তবিয়তে।

Bootstrap Image Preview