Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের সঙ্গে যুদ্ধ হলে হেরে যাবে পাকিস্তান: পাক সেনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৪ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চলমান কাশ্মির সংকট ইস্যুতে ‍উত্তেজনাকর পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধলে ভারত সবসময়ের মতো এবারও এগিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন খোদ অবসরপ্রাপ্ত পাকিস্তানি পাকিস্তানের সাবেক আর্মি জেনারেল গোলাম মুস্তাফা। 

গতকাল রবিবার দেশটির সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কাশ্মির থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের ঘটনায় যেকোনও সেনা মুভমেন্টে সব ক্ষেত্রেই ভারত এগিয়ে থাকবে।

সাবেক এই পাক সেনা কর্মকর্তার এমন মন্তব্যে পাকিস্তানজুড়ে শোরগোল পড়ে গেছে। এনিয়ে গোলাম মুস্তফার কঠোর সমালোচনা করছেন অনেকেই। 

তিনি দাবি করেছেন, ‘স্ট্র্যাটেজিক চিন্তাভাবনাতে বেশ পিছিয়ে রয়েছে পাকিস্তান। আর সেখানেই ভারতের কাছে বারবার পিছিয়ে পডড়ি আমরা।

মুস্তাফা বলেন, ‘কাশ্মিরের স্বায়ত্বশাসন বাতিল হওয়ায় পাকিস্তান এখন হইচই করছে। কিন্তু ৩৭০ ধারা প্রত্যাহারের বিষয়টি নিয়ে ভারতের পরিকল্পনা সম্পর্কে আমাদের আগাম কোনও ধারণাই ছিল না। আমাদের দূরদর্শিতার অভাব রয়েছে। পাকিস্তান কখনও কোনও কিছুর ভবিষ্যত নিয়ে ভাবে না। তাই ভারতের চেয়ে পিছিয়ে পড়ে।

পাকিস্তানের চিন্তাভাবনার সংকীর্ণতাই পাকিস্তানকে ভারতের চেয়ে বেশ কয়েক ধাপ পিছিয়ে রেখেছে বলেও দাবি করেন তিনি।

১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের প্রসঙ্গ টেনে মুস্তফা বলেন, ‘ওই যুদ্ধে পাকিস্তানের পরাজয় অবশ্যম্ভাবী ছিল। কারণ ভারতের হামলা পরিকল্পনা সম্পর্কে তখন পাকিস্তানের কোনও ধারণা বা প্রস্তুতিই ছিল না।

Bootstrap Image Preview