Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'পৃথিবীর ফুসফুস' রক্ষায় দক্ষিণ আমেরিকার ৭ দেশের চুক্তি সই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৫ PM
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৫ PM

bdmorning Image Preview


গত কয়েক সপ্তাহ ধরে আগুনে পুড়ছে 'পৃথিবীর ফুসফুস' খ্যাত আমাজনের জঙ্গল। এ প্রেক্ষিতে উদ্বিগ্ন পুরো বিশ্ব। এদিকে আমাজনকে রক্ষা করতে দক্ষিণ আমেরিকার সাতটি দেশ পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু ও সুরিনাম এই বন রক্ষায় একটি চুক্তিতে  স্বাক্ষর করেছে। কলোম্বিয়ায় আয়োজিত শীর্ষ সম্মেলনে তারা ওই চুক্তিতে সই করেছে বলে জানা গেছে। 

দক্ষিণ আমেরিয়ার সাতটি দেশ কলম্বো সম্মেলনে নতুন বনায়নে কাজ করতে সম্মত হয়ে চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে দুর্যোগ মোকাবিলা নেটওয়ার্ক ও স্যাটেলাইট নজরদারির কথা বলা হয়েছে। 

কলোম্বিয়ার লেটিসিয়া শহরে ওই শীর্ষ সম্মেলন আহবান করেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুকে। 

ইভান দুকে বলেন, এই বৈঠক বিশ্বের গুরুত্বপূর্ণ সম্পদ আমাজন অঞ্চলের প্রেসিডন্টদের মধ্যে সমন্বয় সাধনের ব্যবস্থা করবে।

দক্ষিণ আমেরিকার ৭টি দেশের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রীরা লেটিসিয়ার এ সম্মেলনে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। অস্ত্রোপচারের জন্য প্রস্তুতি নেওয়ায় সম্মেলনে হাজির উপস্থিত থাকতে পারেননি ব্রাজিলের ডানপন্থী রাষ্ট্রপতি জেইর বলসোনারো। ভিডিওলিঙ্কের মাধ্যমে সম্মেলনে অংশ নেন তিনি।

১৫ আগস্ট থেকে জ্বলছে আমাজন জঙ্গল। চলতি বছর এখন পর্যন্ত ব্রাজিলে প্রায় ৮০ হাজার আগুনের ঘটনা শনাক্ত হয়েছে। এর অর্ধেকেরও বেশি আগুনের ঘটনা ঘটেছে আমাজন বনাঞ্চলে। 

পরিবেশবীদদের দাবি, এসব অগ্নিকাণ্ডের ঘটনা মানবসৃষ্ট। কৃষির জন্য জমি পরিষ্কার ও পশু চারণের জন্য বনে আগুন লাগানো হচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো এক্ষেত্রে সমর্থন দিচ্ছেন।

Bootstrap Image Preview