Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নকল ঠেকাতে পরীক্ষার হলে বক্সে ঢেকে দেয়া হলো শিক্ষার্থীদের মাথা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৪ PM
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীরা পাশের সিটে বসা সহপাঠীদের উত্তর দেখে লেখা ও নকল ঠেকাতে তাদের সকলের মাথায় শক্ত কাগজের বক্সে ঢেকে দিয়েছেন শিক্ষক। এমনই এক ঘটনা ঘটেছে মেক্সিকোর ল্যাক্সকালা প্রদেশের কলেজ অব ব্যাচেলরস-এ। মাধ্যমিক শিক্ষার্থীদের সঙ্গে এরকম আচরণে শিক্ষকটির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।

মেক্সিকান ওই শিক্ষক লুইস হুয়ারেজ টেক্সিস। এতে তার বিরুদ্ধে আনা হয়েছে ছাত্রদের সঙ্গে ‘অপমানজনক আচরণ’ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। পরীক্ষার হলে ছাত্রদের মাথা বক্স দিয়ে ঢেকে দেয়ার ছবি ভাইরাল হয়ে গেছে অনলাইনে। অভিভাবকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ছবি শেয়ার করে তাকে বরখাস্তের আবেদন জানিয়েছেন দেশটির শিক্ষা দপ্তরের কাছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, পরীক্ষার হলে শক্ত কাগজের বক্স দিয়ে মাথা ঢেকে দেয়া হয়েছে পরীক্ষার্থীদের। লেখার জন্য চোখ বরাবর রাখা হয়েছে ছিদ্র। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমই নয়, দেশটির মূলধারার গণমাধ্যমও বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করেছে।

তবে, অভিভাবকরা ক্ষুব্ধ হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ মানুষই ওই শিক্ষকের প্রশংসা করেছেন। তাদের মতে পরীক্ষার হলে অসদুপায় বন্ধে তার পদক্ষেপ ‘যথেষ্ট কার্যকর’।

স্থানীয় সংবাদকর্মীরা এ বিষয়ে ওই শিক্ষকের কাছে জানতে চাইলে তিনিও নিজের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গেয়েছেন।

Bootstrap Image Preview