Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উগাণ্ডার প্রেসিডেন্টের বিরুদ্ধে শিক্ষার্থীর মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯, ১০:১৩ AM
আপডেট: ২৯ আগস্ট ২০১৯, ১০:১৩ AM

bdmorning Image Preview


অপ্রিয় সত্যি কারই বা শুনতে ভালো লাগে! সাধারণ মানুষই যখন নিজের সমালোচনা হজম করতে পারেন না, সেখানে কোনও দেশের রাষ্ট্রপ্রধানের গাত্রদাহ হবে না, তা কখনও হয়। বিশেষত, কেউ যদি 'একনায়ক' বা 'ডিক্টেটর' বলে কোনও রাষ্ট্রনায়ককে তোপ দাগেন।

যথারীতি চটেছেন উগান্ডার প্রেসিডেন্ট। ওই পোস্টের নীচে পালটা মন্তব্যে না-করে, প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি পোস্টটি দেখামাত্র, সমালোচক সেই ছাত্রকে ট্যুইটারে ব্লক করেছেন তিনি।

মার্কিন প্রবাসী উগান্ডান ওই ছাত্র হিলারি ইনোসেন্ট টেলর সেগুয়ার তা নজর এড়ায়নি। এ ভাবে তাঁর দেশের প্রেসিডেন্ট সোশ্যাল মাধ্যমে তাঁকে ব্লক করায়, অপমানিত ওই ছাত্র আইনের দ্বারস্থ হয়েছেন। মামলা ঠুকেছেন ইওয়েরি মুসেভেনির নামে।

রাজধানী কামপালার আদালতে দায়ের করা পিটিশনে টেলর সেগুয়ার বক্তব্য, ট্যুইটারে এই তুচ্ছ কারণে কাউকে ব্লক করা যায় না। ছাত্রের আর্জি, উগান্ডার প্রেসিডেন্টের এই পদক্ষেপ যে 'বেআইনি', 'পদ্ধতিগত ভাবে অনুচিত', আদালতকে তা ঘোষণা করতে হবে।

Bootstrap Image Preview