Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ব্যারিস্টার সুমনের লাইভে ‘লঙ্কাকাণ্ড!’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯, ০৮:৪১ PM
আপডেট: ২৫ আগস্ট ২০১৯, ০৮:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যুক্তরাজ্যের লন্ডনপ্রবাসী বেশ কয়েকজন ব্যক্তির উদ্যোগে মৌলভীবাজারের আখাইলকোরা ইউনিয়নে প্রায় ১০০ জনকে উপহার দিয়েছে নৌকা। এই এলাকায় চলাচলের জন্য নৌকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম।

এসব এলাকার মানুষদের জীবনযাত্রার মান নির্ধারিত হয় মাছ ধরে। তাই মাছ ধরার জন্য নৌকা চুক্তিতে ভাড়া করে আনতে হয়। এরকমই বেশকিছু মানুষকে নৌকার মালিকানা করে দিলেন লন্ডনপ্রবাসী আগ্রহী তরুণেরা।

প্রবাসী বেশ কয়েকজন বাংলাদেশি তরুণ গড়ে তুলেছেন একটি সংগঠন যার নাম ক্যাপ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে বৃহত্তর সিলেটের বেশকিছু এলাকায় দরিদ্র মানুষের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে ‘ফিশ ফর লাইফ’ শিরোনামে প্রথম দফায় ৫০ জন দরিদ্র নারীর হাতে এই নৌকা বিতরণ করা হয়েছে গত শুক্রবারে। আর পুরো বিষয়টিকে দেশের সামনে তুলে ধরেছেন ব্যারিস্টার সুমন।

সুমন সেসব প্রবাসীদের জিজ্ঞেস করেছিলেন কেন নৌকা? তারা বলেন, আমরা চাল কিনে দিতে পারবো, দিতে পারতাম- কিন্তু সেটা সাময়িক ক্ষুধা নিবারণ হতো। আমরা নগদ অর্থ দিতে পারতাম কিন্তু সেটাও খুব অল্প সময়ে শেষ হয়ে যেত।

আমরা নৌকা কিনে দিয়েছি যদি এই হাওর-বাওর অঞ্চলের মানুষ এই নৌকা দ্বারা জলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারে। স্কুল কলেজে তাঁদের সন্তানেরা যাতায়াতেরজন্য যাতে ভাড়ায় না গিয়ে এই নৌকায় যেতে পারে।

আগে তারা নৌকা ভাড়া করে এনে মাছ ধরতো। তাতে এইসব দরিদ্র মানুষের হাতে অবশিষ্ঠ কিছুই থাকতো না। তাই আমরা চেয়েছি একটি করে নৌকা ও একটি করে লাইফ জ্যাকেট দিতে। আমরা চেষ্টা করছি।

জানা গেছে, এসব একেকটি নৌকা বানাতে খরচ পড়েছে ২৬ হাজার টাকা। ব্যারিস্টার সুমন বলেন, আমি আড়াইশো কিলোমিটার দূর থেকে এই লন্ডন প্রবাসীদের লংকাকাণ্ড দেখতে এসেছি। আমি অভিভূত। আমি তাঁদের আশীর্বাদ জানাই।

Bootstrap Image Preview