Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রাখেননি মেয়র, স্কার্ট-ব্লাউজ পরিয়ে ঘোরালো জনতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৯, ০৭:৩৫ PM
আপডেট: ০৭ আগস্ট ২০১৯, ০৭:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র। এর মধ্যে একটি হলো পানি সংকট নিরসন। নগর পরিচালনার ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পূরণ না করায় তাকে স্কার্ট-ব্লাউজ পরিয়ে রাস্তায় ঘোরালেন নগরবাসী।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় হুইক্সটন প্রদেশের শহর সান আন্দ্রেস পুয়ের্তো রিকোতে এ ঘটনা ঘটেছে। সেই শহরের মেয়র হলেন জাভিয়ের জিমেনেজ।নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শহরের পানি সরবরাহের সংকট দূর করবেন এবং এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবেন। কিন্তু পরে কথা রাখতে ব্যর্থ হওয়ায় তার ওপরে ক্ষুব্ধ হয় নগরবাসী।

সংকট নিরসন না করায় এক সহযোগীসহ মেয়র জাভিয়েরকে মেয়েদের স্কার্ট-ব্লাউজ পরিয়ে রাস্তায় ঘোরায় ক্ষুব্ধ জনতা।

তবে স্থানীয় সংবাদমাধ্যমকে মেয়র জানান, নির্বাচনে তিনি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন। কিন্তু তহবিলে অর্থ না থাকায় সেই কাজ এখনো শুরু করতে পারছেন না।

Bootstrap Image Preview