Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাকির নায়েক হুমকি স্বরূপ, মালয়েশিয়ায় রাখতে চাচ্ছেন না মাহাথির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০১৯, ১২:০১ PM
আপডেট: ০১ আগস্ট ২০১৯, ১২:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের আলোচিত ইসলাম ধর্মবিষয়ক বক্তা জাকির নায়েককে আর মালয়েশিয়ায় রাখতে চাচ্ছেন না দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

জাকির নায়েককে ‘অনাহূত অতিথি’ ও ‘কট্টর’ সম্বোধন করে  মাহাথির বলেছেন, অন্য কোনো দেশ জাকির নায়েককে নিতে চায় না বলেই তাকে আমাদের এখানে রাখতে হচ্ছে।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে ৯৪ বছর বয়সী মাহাথির এই কথা বলেন।

তিনি বলেন, জাকির নায়েকের কট্টর দর্শন আমাদের দেশের জন্য হুমকি।

তবে চলতি বছরের জুনেই জাকির নায়েকের ব্যাপারে ভিন্নমত দিয়েছিলেন মাহাথির।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমাদের দেশে ভিন্ন ভিন্ন বর্ণের ও ধর্মের মানুষ আছে। আমরা এমন কাউকে চাই না, যার ধর্ম সম্পর্কে কট্টর চিন্তাভাবনা রয়েছে। তাকে আবার অন্য কোথাও পাঠানোও কঠিন। কারণ অনেক দেশ তাকে চায় না।

মাহাথির জানান, আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোল জাকির নায়েকের জন্য রেড নোটিশ জারি করতেও রাজি হয়নি।

নিজের বক্তৃতার জন্য ২০১৬ সালে তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়েন জাকির নায়েক। ওই সময় তার বিরুদ্ধে অর্থপাচার ও উগ্রপন্থাকে উসকে দেয়ার অভিযোগ তুলেছিল ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

ওই অভিযোগে জাকির নায়েকের বিরুদ্ধে মামলাও হয়। বন্ধ করে দেয়া হয় তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) ও পিস টিভি। এসব অভিযোগের পর ২০১৬ সালের ১ জুলাই ভারত ছেড়ে যেতে বাধ্য হন জাকির নায়েক।

ভারতে মামলা হওয়ার পর জাকির নায়েক মালয়েশিয়ায় আশ্রয় চাইলে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় তৎকালীন নাজিব রাজাক সরকার। তারপর থেকে জাকির নায়েক মালয়েশিয়ার পুত্রজায়া শহরে বসবাস করে আসছেন।

Bootstrap Image Preview