Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৬৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯, ০৪:৩৭ PM
আপডেট: ২৯ জুলাই ২০১৯, ০৪:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে দাফন শেষে ফিরে আসার সময় একদল গ্রামবাসীর ওপর জঙ্গিদের হামলার অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের মধ্যে আট জনের অবস্থা গুরুতর। 

রবিবার (২৮ জুলাই) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রাণঘাতী এ হামলার খবর দিয়েছে বলে নিশ্চিত করেছেন বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় চেয়ারম্যান মুহাম্মদ বুলামা জানায়, শনিবার বোর্নোর রাজধানী মাইদুগুরির নিকটবর্তী একটি গ্রামে দাফন শেষে ফিরে আসার সময় একদল গ্রামবাসীর ওপর এই হামলার ঘটনা ঘটে।

তিনি জানান,দাফন শেষে ফিরে আসার সময় হামলাকারীরা ২১ জনকে হত্যা করে।এর পর স্থানীয়রা হামলাকারীদের প্রতিরোধ করার চেষ্টা করলে আরও ৪৪ জন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়,হামলাকারী বন্দুকধারীরা মোটরসাইকেল ও ভ্যানে করে গ্রামটিতে উপস্থিত হয়েছিল।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

যদিও তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

রবিবার নাইজেরিয়ার প্রেসিডেন্ট দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। হামলাটি যারা করেছে তাদের ধরার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

 

Bootstrap Image Preview