Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে ইন্টারনেট সংযোগ ৯ কোটি ৬১ লাখ ৯৯ হাজার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ১০:১৪ AM
আপডেট: ২৮ জুলাই ২০১৯, ১০:১৪ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চলতি বছরের জুন মাস শেষে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে ৯ কোটি ৬১ লাখ ৯৯ হাজার, যা গত মে মাসে ছিল ৯ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার। এর মধ্যে মে মাসে থাকা ৮ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী থেকে এক মাসে বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৪০ লাখ ৯০ হাজারে। 

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশ করা মাসিক প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে দেশে ১৭ লাখ ৫৪ হাজার ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরের যেকোনো মাসের তুলনায় ইন্টারনেট সংযোগ বৃদ্ধির হার বেশি। জুন মাস শেষে ওয়াইম্যাক্স সংযোগের সংখ্যা ৫৫ হাজার আর আইএসপি ও পিএসটিএন সংযোগের সংখ্যা ৫৭ লাখ ৩৪ হাজারে দাঁড়িয়েছে।

বিটিআরসির প্রতিবেদন বলছে, দেশে কার্যকর থাকা মোট ইন্টারনেট সংযোগের ৯৩ দশমিক ৯৮ শতাংশ মোবাইলের মাধ্যমে ব্যবহার করা হয়।

গত জুন মাস শেষে দেশে মোবাইল সংযোগ ব্যবহারকারী দাঁড়িয়েছে ১৬ কোটি ১৭ লাখ ৭২ হাজার, যা মে মাস শেষে ছিল ১৬ কোটি ৮ লাখ ২৯ হাজার। জুন মাস শেষে গ্রামীণফোনের ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে ৭ কোটি ৫৩ লাখ ৩০ হাজার। রবির কার্যকর সংযোগ দাঁড়িয়েছে ৪ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৪৬ লাখ ৬৭ হাজারে এবং টেলিটকের ৩৮ লাখ ৩৬ হাজারে।

Bootstrap Image Preview