Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিন্নির পক্ষে দাড়ানোর জন্য নেই কোন মানবাধিকার সংগঠনও?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯, ০৯:০৬ PM
আপডেট: ১৮ জুলাই ২০১৯, ০৯:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বরগুনার রিফাত হত্যাকাণ্ড নিয়ে সারাদেশে চলছে আলোচনা-সমালোচনা। রিফাত হত্যার প্রধান আসামী সুমন বন্ড ইতোমধ্যে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে। বাকি আসামিরাও গ্রেফতার হয়েছে।

তবে গত ২ দিন আগে এ ঘটনায় নতুন মোড় নেয়। এ মামলার প্রধান স্বাক্ষী রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিও হয়ে গেছেন মামলার আসামী। তাকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। পুলিশ দাবি করছে, এ হত্যাকাণ্ডের সাথে মিন্নি সরাসরি জড়িত।

এ বিষয় নিয়ে এবার মুখ খুললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) তিনি তার নিজের ফেসবুক পেইজে আয়েশা সিদ্দিকা মিন্নি ও এই হত্যাকাণ্ড নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো।

ড. আসিফ নজরুল লিখেন, কুখ্যাত খুনী, ধর্ষক, দুর্নীতিবাজ, মাদক ব্যাবসায়ী সবার জন্য আইনজীবিরা লড়তে পারেন। তাহলে মিন্নির জন্য কেন কোন আইনজীবি নেই? এটা দেখে আমার তো সন্দেহ হচ্ছে নয়ন বন্ড-এর গড়ফাদাররা আছে তাকে ফাসিয়ে দেয়ার পেছনে। না হলে তার পক্ষে লড়তে ভয় বা অনীহা কেন সেখানকার সব আইনজীবীর।

মিন্নির পক্ষে দাড়ানোর জন্য নেই কোন মানবাধিকার সংগঠনও?

Bootstrap Image Preview