Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভণ্ড নেতা ও দুর্নীতিবাজদের চুল কাটা-সেভের মূল্য ১০০০, গরীব মানুষের জন্য ৬০!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ০৯:৩৫ PM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ০৯:৩৫ PM

bdmorning Image Preview


ফেসবুকে কিছুদিন ধরে প্রায় সবারই ওয়ালে ঘুরে বেড়চ্ছে একটি ছবি। সেটি একটি সেলুনের চুল কাটার মূল্যতালিকা। এতে দেখা যাচ্ছে, ওয়াসিম হেয়ার ড্রেসার নামের একটি সেলুনের সংশোধিক মূল্য তালিকায় ধর্ষকদের চুলকাটা ও সেভ করানো হয় না বলে জানানো হয়েছে। সেলুনটির এ ধরণের সিদ্ধান্ত সাধারণ মানুষের বাহবাও কুড়াচ্ছে।

নরসুন্দর সমিতির নির্দেশক্রমে ওই ব্যানার টাঙানো হয়েছে বলে জানানো হয়েছে। তবে সেলুনটি কোথায় সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়া ওই ব্যানারে দুর্নীতিবাজ, সুদখোরদের জন্য চড়ামূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে সাধারণ ও গরিব মানুষের জন্য চুলকাটা ও সেভের খরচ কম নির্ধারণ করা হয়েছে।

সেলুনের ব্যানারের মূল্যতালিকা অনুযায়ী, দুর্নীতিবাজদের চুলকাটা ও সেভের খরচ এক হাজার টাকা। ভণ্ড ও পাতিনেতাদের ক্ষেত্রে এ খরচ ৯০০ টাকা। এছাড়া সুদখোরদের চুলকাটা ও সেভের খরচ ধরা হয়েছে ৮০০ টাকা।

তবে সাধারণ ও গরিব মানুষদের জন্য এ খরচ তুলনামূলক অনেক কম। সাধারণ মানুষের চুলকাটা ও সেভের খরচ ধরা হয়েছে ৮০ টাকা। আর গরিব মানুষদের জন্য এ খরচ আরও কম, ৬০ টাকা।

ব্যানারের নিচে বিশেষ দ্রষ্টব্যে লেখা হয়েছে, ‘এখানে ধর্ষকদের চুলকাটা ও সেভ করা হয় না।’ অবশ্য এসব শ্রেণীর মানুষকে কীভাবে চিহ্নিত করা হবে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

জিএম বাবর নামে একজন ছবিটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, বিশেষ বিশেষ দ্রষ্টব্যটা পড়বেন। সেখানে আবার একজন কমেন্টস করেছেন, ‘পাঁচ নম্বরটা আমার প্রয়োজন।’

Bootstrap Image Preview