Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বরগুনায় নবাগত ডিসির মতবিনিময় সভা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০৭:১৬ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ০৭:১৬ PM

bdmorning Image Preview


বরগুনার পাথরঘাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪জুলাই) বিকেল আড়াইটায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরন করে নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তার সদস্যবৃন্দ, পাথরঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ ও সাধারন সম্পাদক জাকির হোসেন খান। এনজিও ফোরামের পক্ষে ইসমাইল হোসেন।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনো) মো. হূমায়ুন কবিরের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

সভায় অন্যদের মধ্য বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জালাল উদ্দিন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ শিকদার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এমএ খালেক, নারী ভাইস চেয়াম্যান ফাতিমা পারভিন, কালমেঘা ইউপি চেয়ারম্যান আকন মো. শহিদ, আইনজীবি সমিতির সাধারন সম্পাদক নাজনিন নাহার, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, পাথরঘাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গির আলম মল্লিক, পাথরঘাটা পৌরসভার প্যানেল মেয়র রুকুনুজ্জামান রুকু, জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরি ও আরৎদার সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গির জোমাদ্দার প্রমুখ।

সভায় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দফতরের  সরকারি কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview