Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রাণের অস্তিত্ব খুঁজতে শনির চাঁদে যাচ্ছে ড্রোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০২:৫৩ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ০২:৫৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


প্রাণের অস্তিত্ব ও মানবজাতির উদ্ভবের তথ্য জানতে এবার শনি গ্রহের সবচেয়ে বড় চাঁদ ‘টাইটান’-এ ড্রোন পাঠাবে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। সৌরজগতের মধ্যে একমাত্র এই উপগ্রহটির অবস্থাই পৃথিবীর পূর্বাবস্থার মতো।

বিজ্ঞানীদের ধারণা, এই উপগ্রহকে ঘিরে বিস্তর গবেষণা করা সম্ভব হলে পৃথিবীতে কীভাবে প্রাণের সঞ্চার হয়েছিল এ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যেতে পারে।

নাসার পরিচালক জিম ব্রিডেনস্টাইন বৃহস্পতিবার জানান, ২০২৬ সালে আট বছর মেয়াদি ওই মিশন শুরু হবে। ‘ড্রাগনফ্লাই’ নামে পারমাণবিক জ্বালানিচালিত ড্রোনটি ২০৩৪ সালে টাইটানে পৌঁছাবে। এটাই হবে মহাশূন্যে পাঠানো প্রথম পারমাণবিক জ্বালানিচালিত যান।

ড্রোনটি টাইটানের ঘন বায়ুমণ্ডলে প্রায় ১০০ মাইল এলাকাজুড়ে উড্ডয়ন করতে পারবে বলেও জানান ব্রিডেনস্টাইন। তিনি বলেন, ড্রাগনফ্লাইয়ের প্রযুক্তি টাইটানে বসবাসযোগ্য পরিবেশ আছে কি না, তা মূল্যায়ন করতে পারবে। সেখানে আগে বা এখনও কোনো প্রাণের অস্তিত্বের চিহ্ন আছে কি না, তাও খুঁজে দেখবে যানটি।

এছাড়াও বিজ্ঞানীদের ধারণা, টাইটানে পানি রয়েছে, তবে তা পৃথিবীর তুলনায় ২-৩ গুণ ঘন।

Bootstrap Image Preview