Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ন্যাপকিনের উপর ভ্যাট আরোপের খবর মিথ্যা: এনবিআর

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ০৭:৩২ PM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ০৮:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মেয়েদের ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিনের উপর মূল্য সংযোজন কর নিয়ে প্রচারণা মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২০১৯-২০ অর্থবছরের বাজেটে স্যানিটারি ন্যাপকিনের উপর ভ্যাট আরোপের ফলে এর মূল্য বৃদ্ধি পেয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হচ্ছে। কিছু কিছু অনলাইন মাধ্যমে স্যানিটারি ন্যাপকিনের উপর ৪০ শতাংশ মূসক আরোপ করা হয়েছে বলেও প্রচার করেছে, যা মিথ্যা ও বিভ্রান্তি সৃষ্টিকারী প্রচারণা বলে জানায় এনবিআর।  

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ন্যাপকিনের উপর নতুন করে কোনো ভ্যাট আরোপ হয়নি। উল্টো ন্যাপকিন তৈরির উপকরণ আমদানিতে ভ্যাট ও সম্পূরক শুল্ক পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে। 

এনবিআর আরও জানায়, বর্তমান সরকার নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ও ক্ষমতায়নের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার দিকটিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তাই নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রজ্ঞাপনে (এস আরও নং-২৪০-আইন/২০১৯/৭৬-মূসক) দেশীয় স্যানিটারি ন্যাপকিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের আমদানি করা উপকরণের উপর প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি প্রদান করা হয়। এতে দেশে উৎপাদিত স্যানিটারি ন্যাপকিনের দাম কমবে এবং স্বল্পমূল্যে নারীরা এটি ব্যবহার করতে পারবেন।

সংস্থাটি আরও জানায়, স্যানিটারি ন্যাপকিন বা সমজাতীয় কোনো পণ্যের উপকরণের উপর আমদানি পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি প্রদান করার পরও কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। তাই সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। 

Bootstrap Image Preview