Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শরীরের ব্যথা কমাতে প্যারাসিটামল নয় বিয়ার খান: গবেষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০৯:১৩ PM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ০৯:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কোন না কোন ভাবে আমরা আমাদের শরীরে ব্যথা অনূভব করে থাকি। এই ব্যথা দূর করতে আমরা ঔষধ সেবন করে থাকি। এমনকি পেইন কিলার ট্যাবলেটের ওপর নির্ভরশীল প্রায় সব মানুষই।

সাম্প্রতিক একটি গবেষণা অনুযায়ী, ব্যথা উপশমে দুটি পিন্ট বোতল বিয়ার প্যারাসিটামলের থেকে ২৫ শতাংশ বেশি কাজ করে।

জানা গেছে, প্রায় ৪০০ জনকে নিয়ে ১৮টি গবেষণা চালিয়েছেন গ্রিনউইচ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সেখানেই দেখা গিয়েছে যারা ব্যথা কমানোর জন্য ২টি পিন্ট বোতল বিয়ার পান করেছেন তাদের ব্যথা কমে যাওয়ার পরিমাণ বেশি।

এ ব্যাপারে গবেষকদের দাবি, অ্যালকোহল মানুষের শরীরের ব্যথার তীব্রতা কমায়। যদিও এতে শরীরের অনেক বাড়তি প্রভাব পড়ে। তাদের দাবি, অ্যালকোহল অত্যন্ত কার্যকরী পেইনকিলার। প্যারাসিটামলের থেকেও এটি কাজ করে বেশি।

তাই, পেইনকিলার খাওয়ার চাইতে বিয়ার খেয়ে দেখতে পারেন। তবে অবশ্যই শরীরে কোনো অসুবিধা হওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Bootstrap Image Preview