Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নয়নকে ক্রসফায়ারের নিন্দায় আসিফ নজরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ১১:২৪ AM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ১১:৪২ AM

bdmorning Image Preview


দেশব্যাপী আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোররাতে বরগুনার পুরাকাটা এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নয়ন বন্ডের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।

তবে ওই ক্রসফায়ারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আসিফ নজরুল। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘নয়নকে কি সত্যি হত্যা করা হয়েছে? যদি তাকে সত্যি হত্যা করা হয় এই ক্রসফায়ারের প্রতিবাদ জানাই আমি। কারণ এই একটা ‘ন্যায্য’ ক্রসফায়ারের মূলধন দিয়ে হত্যা করা হবে আরো অনেক মানুষকে। কারণ এই ক্রসফায়ার আড়াল করবে আরো অনেক আগের ক্রসফায়ার। কারণ নয়নকে ক্রসফায়ার করলে জানা যাবে না তার গডফাদারদের কথা, আরো বহু নয়ন তৈরী হচ্ছে যাদের হাতে তাদের কথা।

মাথায় রক্ত আমারো চাপে মাঝে মাঝে। কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখুন ক্রসফায়ার আমাদের সমর্থন করা উচিত না কোনভাবেই। তবে তার আগে আসুন জেনে নেয়ার চেষ্টা করি সত্যি কি নয়নকে হত্যা করা হয়েছে? নাকি তার নামে বা তার বদলে অন্য কাউকে? এদেশে এসময়ে সম্ভব এটা।’

Bootstrap Image Preview