Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আফ্রিকার মাদাগাস্কারে পদদলিত হয়ে নিহত ১৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০১:০৬ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ০১:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফ্রিকার দেশ মাদাগাস্কারে পদদলিত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮০ জন। 

বুধবার ( ২৬ জুন) দেশটির রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে ঘটনাটি ঘটে। সেখানে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠান চলছিল।

মাদাগাস্কারের আধাসামরিক বাহিনীর সচিব জেনারেল রিচার্ড রাভালোমানানা হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, সামরিক কুচকাওয়াজ শেষে লোকজন স্টেডিয়াম ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় পুলিশ ফটকগুলো আটকে রাখলে এ ঘটনা ঘটে।

তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্ড রাকোটোনিরিনা জানান, কী কারণে পদদলনের ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, লোকজন স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিল। তখন কর্তৃপক্ষ শুধু ছোট একটি দরজা খুলে রেখেছিল। ফলে এ ঘটনা ঘটে।

Bootstrap Image Preview