Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে দুই ইঞ্জিনের বিমান বিধ্বস্ত, নিহত সকল যাত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ০৬:২৭ PM
আপডেট: ২২ জুন ২০১৯, ০৬:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে স্কাইডাইভার বহনকারী ছোট আকৃতির একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এতে বিমানে থাকা ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২১ জুন) সন্ধ্যার দিকে দেশটির হনলুলু কাউন্টির মোকুলেয়ারের কাছে দুই ইঞ্জিনের একটি এয়ারক্রাফট বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে।

এ বিষয়ে হাওয়াই প্রদেশের ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা ম্যানুয়েল নেভেস সাংবাদিকদের বলেন,বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ঘটনাস্থলে স্কাইডাইভারদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্ভবত তারা বিমানটিকে বিধ্বস্ত হতে দেখেছেন। এ ঘটনা মেনে নেয়া তাদের পরিবারসহ সকলের জন্যই খুবই কঠিন। আমার হাওয়াইয়ে ফায়ার সার্ভিসের ৪০ বছরের কর্মজীবনে এটি সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা।

এ ছাড়াও দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দিলিংহাম এয়ারফিল্ডে বিধ্বস্ত বিমানটি কিং এয়ার ফ্লাইটের একটি বিমান। এ সময় বিমানটিতে থাকা ৯ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়েই তাতক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করা হয়।

স্থানীয় কাউন্টি শেরিফ অফিস থেকে নিহতদের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এফএএ’র সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে।

Bootstrap Image Preview