Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বপদেই থাকছেন ইফার সেই ডিজি সামীম

অধরা ইয়াসমিন
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ০৫:৪৭ PM
আপডেট: ১৮ জুলাই ২০২২, ০৪:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিয়োগ দুর্নীতি, ফাউন্ডেশনের টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের পরও নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে স্বপদেই বহাল থাকছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল।

শনিবার (২২ জুন) ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণস এর সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মো. আবদুল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, আজ বোর্ড অব গভর্ণস এর নিয়মিত বৈঠক ছিল। তবে বৈঠকে ইফা ডিজির বিষয়ে কোন আলোচনা হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশন নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হোক, তা কাম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশা করছি। ডিজি যেহেতু তার পদে বহাল আছে, সেখানে নতুন করে বহাল রাখার সিদ্ধান্ত নেয়ার প্রশ্ন আসে না। তিনি তার পদে বহাল ছিলেন, এখনও আছেন।

এ সময় সামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাকচ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের ভার তার ওপরই ন্যস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, জেলা জজ হিসেবে অবসর গ্রহণের পর ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান সামীম মোহাম্মদ আফজাল। ১০ জুন ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ইফা ডিজিকে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্ম মন্ত্রণালয়। তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কেন অবহিত করা হবে না- তা ৭ কার্যদিবসের মধ্যে ধর্ম মন্ত্রণালয়কে লিখিতভাবে জানাতে বলা হয়।

তিনি নিয়ম বহির্ভূতভাবে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ মার্কেট বিভাগের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদারকে সম্প্রতি সাময়িক বরখাস্ত করায় তার বিরুদ্ধে শোকজের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ইসলামিক ফাউন্ডেশনে অচলাবস্থা সৃষ্টি হয়।

সাপ্তাহিক বন্ধের দিন গত শনিবার (১৫ জুন) পদত্যাগপত্র দিতে সামীম মোহাম্মদ আফজাল সংস্থাটির সচিব কাজী নূরুল ইসলামকে অফিসে পাঠান।এ সময় সরকারের গুরুত্বপূর্ণ অর্ধশত ফাইল গাড়িতে করে দফতর থেকে সরানোর চেষ্টা করেন ডিজির আস্থাভাজন একজন পরিচালক। ঘটনা টের পেয়ে এতে বাধা দেন ইফার সচিব কাজী নূরুল ইসলাম।

সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি ফাইলগুলো জব্দ করে নিজ জিম্মায় নেন। এ ঘটনায় পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তন করে বেঁকে বসেন ডিজি সামীম আফজাল।

ডিজি সামীম মোহাম্মদ আফজালের এই আচরণে ক্ষুব্ধ হয়ে তার পদত্যাগের দাবিতে গত সপ্তাহে প্রায় চারদিন ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা সারা দিন কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।

পরবর্তীতে, সামীম মোহাম্মদ আফজালকে শিগগিরই ছুটিতে পাঠানো হচ্ছে। চলতি সপ্তাহে তার স্থলে ধর্ম মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবকে আপাতত দায়িত্ব দেয়া হতে পারে। এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ জুন) অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন ইফার আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।

এরই প্রেক্ষিতে শনিবার ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণস এর সভা থেকে ডিজির পদত্যাগের কথা ছিলো। কিন্তু সভা শেষে জানানো হয়, আগামী ডিসেম্বর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত স্বপদেই বহাল থাকছেন তিনি।

Bootstrap Image Preview