Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কেনিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৮ পুলিশ সদস্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ১১:৫৪ AM
আপডেট: ১৬ জুন ২০১৯, ১১:৫৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কেনিয়ায় সোমালিয়া সীমান্তে রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে ৮ পুলিশ সদস্য নিহত হয়েছে। ১১ জনকে বহনকারী একটি পুলিশের গাড়ি সোমালিয়া সীমান্তের কাছে ওয়াজির এলাকায় একটি বিস্ফোরকে আঘাত করে। এরপরেই সেখানে বিস্ফোরণ ঘটে। তবে গাড়িতে থাকা বাকিদের সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।

পুলিশের ধারণা, এ ঘটনা জঙ্গি গোষ্ঠী আল শাবাব ঘটিয়েছে। কারণ কেনিয়া এবং সোমালিয়া সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই করে যাচ্ছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। খবর- এএফপি

গত কয়েক বছর ধরেই সোমালিয়া সরকারকে উৎখাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে আল কায়েদার এই শাখা সংগঠন। তবে সোমালিয়া সরকারের হাতে রাজধানী মোগাদিসুশহ বেশ কিছু এলাকায় থাকা নিজেদের গোপন ঘাঁটি হারিয়েছে জঙ্গিরা।

কেনিয়ায় অপহরণ ও বেশ কিছু হামলা চালিয়েছে আল শাবাব। সোমালিয়া সরকারকে সহায়তা করতে আফ্রিকান ইউনিয়নে সেনা মোতায়েনের ঘটনাকে কেন্দ্র করে কেনিয়ার ওপর প্রতিশোধ নিতেই বার বার সেখানে হামলা চালানো হচ্ছে।

Bootstrap Image Preview