Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপিনেতা শহিদুল ইসলাম বাবুলের বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০২:৪৪ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০২:৪৪ PM

bdmorning Image Preview


ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে কেন্দ্রীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুলের বাড়িতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও শারীরিক সুস্থ্যতা কামনা এবং মরহুম সিরাজুল ইসলাম খানের রুহের মাগফেরাত কামনা করা হয়।

সোমবার বিকেলে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সদ্য কারামুক্ত নেতা শহিদুল ইসলাম বাবুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

এ সময় চৌধুরী কামাল ইবনে ইউসুফ তার বক্তব্য বলেন, ৭২ বছর বয়সী একজন প্রবীণ নারী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে অন্তরীণ রেখে অমানবিক নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার। দেশে এখন আর আইনের শাসন বলতে কিছুই নেই বলেই খালেদা জিয়া আজ কারাগারে। সরকার আদালতগুলোকে প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এভাবে কোন সভ্য দেশ চলতে পারে না।

তালমা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আব্দুস সাত্তার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি জাফর হোসেন, একেএম কাইয়ুম জঙ্গি, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিয়ার কবির, ভিপি সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সরকারী ইয়াছিন কলেজের সাবেক ভিপি মোঃ মোকলেছুর রহমান, বে-সরকারী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরেফিন সজিব, সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান নাজির, নগরকান্দা থানা ছাত্রদলের সভাপতি সাইফুল আলম শান্ত, পৌর ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলামসহ সালথা ও নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভাশেষে বিশেষ দোয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও দীর্ঘায়ু এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। ফরিদপুর, নগরকান্দা ও তালমাসহ বিভিন্ন উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন।

Bootstrap Image Preview