Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তীব্রগতিতে ধেয়ে আসছে উল্কাপিণ্ড, ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ১১:২৫ AM
আপডেট: ২৮ মে ২০১৯, ১১:২৫ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ধ্বংসের পথে পৃথিবী। এবার কারণ তীব্র গতিতে ধেয়ে আসা এক উল্কাপিণ্ড। কয়েকদিন আগেই বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন আগামী আট বছরের মধ্যে এই উল্কাপিণ্ড তীব্র গতিতে আঘাত করবে পৃথিবীকে, যাতে ধ্বংস হয়ে যাবে পৃথিবী!

এবার নতুন করে নাসার বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে এক উল্কাপিণ্ড। আগামী আট বছরের মধ্যে এই উল্কাপিণ্ড তীব্র গতিতে আঘাত করবে পৃথিবীকে, এ কারণে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী!

সংস্থার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট শাখার ম্যানেজার পল চোডাসই প্রথম এ নিয়ে সতর্ক করেছিলেন। এবং এই উল্কাপিণ্ডটির নাম দেওয়া হয়েছিল ২০১৯ পিডিসি।

গত কয়েক দিন ধরে এই খবরটি গোটা বিশ্বে আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে। অনেককেই অজানা আতঙ্কে ফেলে দিয়েছে এমন তথ্য।

তবে এমন খবরে বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা, তারা দাবি করেছেন, উল্কাপিণ্ডের এই আছড়ে পড়ার ঘটনা একেবারেই অনিশ্চিত। সেটা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। যদি পৃথিবীতে আছড়েও পড়ে তাহলে খুব বেশি হলে একটি অংশ ক্ষতিগ্রস্ত হবে।

Bootstrap Image Preview