Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গ্রীষ্মের তাপদাহ থেকে বাঁচতে এতিম শিক্ষার্থীদের ফ্যান দিলেন ওসি

ইমাম হোসেন, মীরসরাই প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০৯:১৯ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০৯:১৯ PM

bdmorning Image Preview


চলতি বছরে বিগত বছরগুলোর তুলনায় দেখা দিয়েছে তীব্র গরম। মীরসরাইয়ের মস্তাননগর জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার শাহ গোলাম রহমান (রহঃ) শিশু সদনের শিক্ষার্থীরা দীর্ঘসময় ধরে গরমে অতিষ্ঠ হয়ে ওঠায় ভালোভাবে মনোনিবেশ করতে পারছিল না পড়াশোনায়।  

বিষয়টি জানতে পেরে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ১০টি সিলিং ফ্যানের ব্যবস্থা করেন। 

ওই এতিমখানায় ৭২ জন এতিম ও দুঃস্থ শিশু শিক্ষার্থী পড়াশোনা করে। ২টি ভবনের ৫টি রুমে তাদের পড়াশোনা ও থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু কোন কক্ষেই ছিল না পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা। 

শনিবার (২৫ মে) সন্ধ্যায় ওসি ইফতেখার হাসান এতিমখানার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীরে নিয়ে ইফতার করেন এবং শিক্ষার্থীদের হাতে ১০টি ফ্যান তুলে দেন। ওসির এই ব্যতিক্রমী মানবিক সাড়ায় খুশি মাদ্রাসা কর্তৃপক্ষ।

জোরারগঞ্জ থানার আয়োজনে ফ্যান বিতরণ ও এতিমদের নিয়ে ইফতার উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান, মস্তাননগর শাহ কালা (রহঃ) প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রেজাউল করিম মাষ্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সভাপতিত্ব করেন- এতিমখানার দায়িত্বে নিয়োজিত শিক্ষক গোলাম সরওয়ার। 

এতিম ও দুঃস্থ শিক্ষার্থীরা জানায়, এতদিন গরমের কারণে আমরা পড়াশোনায় মনোযোগী হতে পারতাম না। এখন থেকে স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারবো। গরমে অতিষ্ঠ হওয়ার অন্যতম কারণ একই কক্ষে পড়াশোনা, থাকা খাওয়াসহ সব কাজ করতে হয় আমাদের। অথচ ফ্যান ছিল চাহিদার তুলনায় কম। ওসি সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ। উনি এই এতিমদের নিয়ে ভেবেছেন এবং ফ্যানের ব্যবস্থা করেছেন।   

মাদ্রাসা ও এতিমখানার তত্বাবধায়ক ও আরবীর প্রভাষক গোলাম সরওয়ার ওসির প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।    

ওসি ইফতেখার হাসান বলেন, এমন মানবিক কাজ করতে পেরে আমি আনন্দিত। ফ্যানগুলো তুলে দিতে এসে এতিম ও দুঃস্থ শিশু শিক্ষার্থীদের সাথে ইফতার করতে পেরে আমারও খুব ভালো লেগেছে।  

Bootstrap Image Preview