Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৫:১১ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৫:১১ PM

bdmorning Image Preview


পবিত্র মাহে রমজান উপলক্ষে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে চট্রগ্রামের মীরসরাই উপজেলায় সুফিয়া রোড ও মিঠাছড়া বাজারে ৭ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (২২ মে) দুপুর ২টায় উপজেলার সুফিয়া রোড ও মিঠাছড়া বাজারে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (প্রসিকিউটিং অফিসার) শংকর প্রসাদ বিশ্বাস, প্রশাসনিক সহকারী মোহাম্মদ আলী প্রমুখ।

এ সময় ভোক্তার অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অধিনে সুফিয়া রোডের নিউ মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা, মিঠাছড়া বাজারের পার্কইন রেস্টুরেন্ট ২ হাজার টাকা, জননী স্টোর ৩ হাজার টাকা অনীক স্টোর ৩ হাজার টাকা, তাজুল স্টোর ৩ হাজার টাকা, ইসমাইল হোটেল ৩ হাজার টাকা, এবং একটি ফলের দোকানীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পুরো রমজান মাসে এভাবে সকল বাজারে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Bootstrap Image Preview