Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, এপ্রিল ২০২১ | ৫ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

গুগলের বদলে নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হংমেং’ আনছে হুয়াওয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ০৮:০০ PM
আপডেট: ২০ মে ২০১৯, ০৮:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গুগল ও মাইক্রোসফটের সেবা নেয়ার পরিবর্তে নতুন স্মার্টফোনে অপারেটিং সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট হুয়াওয়ে। চলতি বছরের মার্চের কথা, হুযাওয়ের প্রধান নির্বাহী রিচার্ড উ বলেছিলেন, তারা যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নিজেদের অপারেটিং সিস্টেম তৈরি করবেন।

গতকাল রবিবার হুয়াওয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করেছে গুগল। এরপরই চীনা জায়ান্টটি জানিয়েছে, তাদের নতুন অপারেটিং সিস্টেম তৈরির কথা। সেই অপারেটিং সিস্টেমের নাম হতে পারে ‘হংমেং’।

চীন সফটওয়্যার সাপোর্ট বন্ধ করে দেবার পর নতুন কোন হুয়াওয়ে ফোনে আর ইএমইউআই আপডেট পাবে না হুয়াওয়ে।

হুয়াওয়ে তাদের এই হংমেং অপারেটিং সিস্টেম তৈরি ও উন্নয়ন অব্যাহত রেখেছে ২০১২ সাল থেকে। এমনকি, ইতোমধ্যে অপারেটিং সিস্টেমটি হুয়াওয়ের কিছু ফোনে ব্যবহার করেও দেখেছে চীনা প্রতিষ্ঠানটি, জানিয়েছে হুয়াওয়ে সেন্ট্রাল।

তবে যে সূত্রটি হুয়াওয়ে সেন্ট্রালকে অপারেটিং সিস্টেমটি তৈরির কথা জানিয়েছে, তারা একেবারে নিশ্চিত করেনি যে এই নামটিই হতে যাচ্ছে তাদের অপারেটিং সিস্টেমের। তবে অপারেটিং সিস্টেম যে তৈরি করেছে এটা নিশ্চিত এবং তার নাম এমনই হতে পারে।

হুয়াওয়ে বিষয়টি নিয়ে কোন মন্তব্য করেনি। তবে এটা ঠিক যে, হুয়াওয়ে এই অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে তৈরি করেছে।

গত বুধবার যুক্তরাষ্ট্রে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর গুগল হুয়াওয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করেছ। ফলে এখন থেকে হুয়াওয়ের ফোনে আর গুগলের জিমেইল, ম্যাপ, প্লে স্টোর, ইউটিউব, ক্রোম ব্রাউজারের মতো সেবা পাওয়া যাবে না।

Bootstrap Image Preview