Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেটে কিশোর গ্যাং-এর ৫ সদস্য আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ১২:৫১ PM
আপডেট: ১১ মে ২০১৯, ১২:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এসএমপি (সিলেট মেট্রোপলিটন পুলিশ)  সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের সাথে জড়িত থাকা একটি ‘কিশোর গ্যাং’কে গত বৃহস্পতিবার (০৯ মে) দিনগত গভীর রাতে অটোরিকশা ছিনতাইয়ের সময় হাতেনাতে ৫ জনকে আটক করেছে।

যাত্রীবেশে গাড়িতে ওঠা, সুযোগ বুঝে চালককে ধরাশায়ী করে( হত্যা) অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তাঁর। পরে কখন মুক্তিপণ এর মাধ্যমে ফিরত দিত। আবার কখন পার্টস আলাদ করে বিক্রি করাই ছিল তাঁদের কাজ।

আটকরা হলো- সদর উপজেলার ধুপাগুল উমদার পাড়ার আবুল হোসেনের ছেলে নগরীর ঘাসিটুলা চাঁন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. জাকারিয়া, ঘাসিটুলা নুর মিয়ার কলোনীর ভাড়াটিয়া ও সুনামগঞ্জের তাহিরপুরের রতনশ্রী গ্রামের সুহেল আহমদের ছেলে তুষার আহমদ, একই উপজেলার কাউয়াকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে নগরীর শেখঘাট কলাপাড়ার শওকত মিয়ার বাসার ভাড়াটিয়া ছুফায়েল আহমদ, চাঁদপুর সদর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের মঈন উদ্দিনের ছেলে ঘাসিটুলা দুর্বার ৬৯/১ বাসার বাসিন্দা সাগর আহমদ, ঘাসিটুলা দুর্বার ৬২ নং বাসার বাসিন্দা ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামুই গ্রামের লায়েছ মিয়ার ছেলে খোকন আহমদ আব্দুল্লাহ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে আর ভয়ঙ্কর তথ্য। আটকদের একজন দশম শ্রেণির ছাত্র। আর সবার সবার বয়স ১৭ থেকে ১৮ বছরের মধ্যে। তাঁর দিনের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে নেমে যায় অটোরিকশা ছিনতাইয়ে কাজে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বলেন, আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল সিলেটে এ ধরনের গ্যাং রয়েছে। যারা কি না ঈদকে সামনে রেখে তৎপর হয়েছে। আর এজন্যই আমরা বর্তমানে আমাদের টহলের পরিনাম আগের চেয়ে বেশি করে দিয়েছি। আর এর ফলেই এই ‘কিশোর গ্যাং’ কে   ধরা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের অতিরবাড়ি থেকে আটক পাঁচ কিশোরের বিষয়ে তিনি বলেন, ওরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশে চালকের মুখে গামছাগুজে হাত পা বেঁধে হত্যার চেষ্টা করছিল। এমন সময় টহল পুলিশ তাদের হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, এ ধরনের আরো কয়েকটি ঘটনা তারা ঘটিয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

ঘটনার বর্ণনা দিয়ে এসএমপির দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) রিপন দাস বলেন, আটক কিশোররা নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম এলাকা থেকে লালাবাজার যাওয়ার কথা বলে চালক ইরা মিয়ার অটোরিকশা ১৮০ টাকায় ভাড়া নেয়। পথে অতিরবাড়ি এলাকায় চালককে গাড়ি থামাতে বলে। সরল বিশ্বাসে চালক গাড়ি থামালে পেছন থেকে দু’জন চালকের দু’হাত ধরে রাখে। আরো দুজন দু’পাশে ধরে একজন চালকের মুখে গামছাগুজে দেয়।

তিনি বলেন, টহল পুলিশ অটোরিকশাটি রাস্তার পাশে দাঁড়ানো দেখে কাছে গিয়ে দু’জনকে ঝাপটে ধরে। তিনজন পালিয়ে গেলে এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে তাদের আটক করা হয়। এসময় চালককে হাত-পা বাঁধা ও মুখে গামছাগুজে দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।

এসআই রিপন দাস আরো বলেন, আটকরা নগরীর একই এলাকায় বসবাস করে। এরমধ্যে জাকারিয়া দশম শ্রেণিতে পড়ে। অন্যরা দিনে বিভিন্ন কাজে যুক্ত থাকে, রাতে ডাকাতি করে। তারা এর আগেও এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে। তবে কয়টি ঘটনা ঘটিয়েছে বা কাউকে হত্যা করেছে কিনা, এ বিষয়ে জানতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

এসব অপরাধ রুখতে এরইমধ্যে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময় সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু অপরাধীদের মূলোৎপাটনে সক্ষম হতে পারছে না পুলিশও।

Bootstrap Image Preview