Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন চমকঃ ফোনে আসছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ১২:৫১ PM
আপডেট: ১১ মে ২০১৯, ১২:৫১ PM

bdmorning Image Preview


স্মার্টফোনের জন্য বাজারর যে কোনো সেন্সরের চেয়ে বেশি রেজুলিউশানের ক্যামেরা সেন্সর বানিয়েছে স্যামসাং।

ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির আগের ০.৮ মাইক্রোমিটার আকারের ৪৮ মেগাপিক্সেল সেন্সরের যন্ত্রাংশই ব্যবহার করা হয়েছে নতুন ৬৪ মেগাপিক্সেল সেন্সরে। ফলে বাহ্যিক দিক থেকে আকারে বড় এই সেন্সরটি আরও বেশি আলো ধরতে পারবে-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

নতুন ৬৪ মেগাপিক্সেল সেন্সরটির নাম বলা হয়েছে আইএসওসেল ব্রাইট জিডাব্লিউ১। ১৬ মেগাপিক্সেলের ছবি বানাতে চারটি পিক্সেল একসঙ্গে করে একটি পিক্সেল বানাবে নতুন সেন্সর। স্যামসংয়ের বর্তমান ৪৮ মেগাপিক্সেল সেন্সর দিয়েও একই উপায়ে ১২ মেগাপিক্সেল ছবি তোলা হয়।

স্মার্টফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা এখন অনেকটাই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্যামসাং, অপো, ভিভো, শিয়াওমি এবং অন্যান্য প্রতিষ্ঠানের ডিভাইসে ইতোমধ্যেই ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা দেখা গেছে।

চলতি বছরের শেষ দিকে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে 

Bootstrap Image Preview