Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করলে মুসলিম বিশ্ব সংঘাতমুক্ত থাকবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ০৯:৫৫ AM
আপডেট: ১১ মে ২০১৯, ০৯:৫৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করলে মুসলিম বিশ্ব সংঘাতমুক্ত থাকতে পারবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

শুক্রবার (১০ মে) মালয়েশিয়ার ইসলামিক ওয়েলফেয়ার অরগানাইজেশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুসলমানদের বর্তমান অবস্থা নিয়ে অনুশোচনা ব্যক্ত করে তিনি বলেন, ইসলামি শিক্ষা পালন না করায় বোমা বর্ষণ, যুদ্ধ, ক্ষুধা এমন অনেক ঘটনার শিকার মুসলিম জাতিগুলো হচ্ছে। এমনকি আমরা দেখছি মুসলমানরা একে অপরকে হত্যা করছে, যা ইসলামে নিষিদ্ধ।’

‘এটা ঘটেছে কারণ তারা নিজেদের লোভ সামাল দিতে পারেনি এবং অনৈসলামিক কাজে জড়িয়ে পড়েছে।’

তিনি বলেন, মালয়েশিয়ানদের উচিত শান্তিকে উৎসাহ দেওয়া এবং সংরক্ষণ করা যা তারা তাদের প্রাত্যহিক জীবনে যাপন করে আসছে।

মাহাথির মোহাম্মদ বলেন, মুসলমনরা এখানে রোজা রাখা বা পবিত্র ঈদুল ফিতর পালনে কোনো হুমকির মধ্যে নেই। আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে এখানে কোনো বাধা ছাড়াই আমরা দৈনন্দিন কাজ করে যেতে পারছি।

মাহাথির মোহাম্মদ শুধু রোজার মাসে নয় এর পরের জীবনেও সংযম পালনের আহ্বান জানান তার দেশের জনগণের প্রতি।

Bootstrap Image Preview